জোর করে রিহ্যাব সেন্টারে পাঠানোয় বাড়ির ৪ সদস্যদের খুন করল যুবক

    172
    0
    shadow hand holds knife in darkness in red spot light with glows and lens flare

    নয়াদিল্লি, ২৩ নভেম্বর: জোর করে রিহ্যাব সেন্টারে পাঠানোয় নিজের পরিবারের সদস্যদের খুন করল এক যুবক। গতকাল রাতে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে, নয়াদিল্লির পালম এলাকায়। কেশব নামে ওই যুবক তার নিজের বাবা, মা, বোন ও ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

    পুলিস সূত্রে খবর, অভিযুক্ত যুবক মাদকাসক্ত ছিল। তাকে জোর করে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। সেখান থেকে ফিরেই পরিবারের উপর আক্রোশ শুরু করে। বাড়ির সকল সদস্যকে ছুরি দিয়ে হত্যা করে সে।

    Previous articleআজ সোনা-রূপার বাজার দর
    Next articleওয়াশিংটনে বন্দুকবাজের হামলা, মৃত ৬, আহত ৫

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here