জাহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী

    205
    0

    কলকাতা: অবশেষে সত্যিটা এবার প্রকাশ্যে এল। নেটিজেনদের ধারণায় সত্যি প্রমাণিত হতে চলেছে। জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আসানসোলের তৃণমূল সাংসদের কন্যা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সোনাক্ষীর একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। গত মে মাসের ঘটনা। বাঁ হাতের অনামিকায় একটি হীরের আংটি পরা ছবি পোস্ট করেন সোনাক্ষী। সেখানে তিনি লেখেন, ‘আমার বিশেষ দিন’। আর একটা ছবিতে দেখা যায়, কোনও এক পুরুষের কাঁধে মাথা রেখেছেন শত্রুঘ্ন কন্যা। কিন্তু, সেই পুরুষ সঙ্গীটির মুখ দেখানো হয়নি সেই ছবিতে। তখনই গুঞ্জন ছড়ায়, সোনাক্ষী বাগদান সেরে ফেলেছেন। কিন্তু, সেই পুরুষটি কে? সেটা নিয়ে থেকে যায় ধোঁয়াশা। তবে নেটিজেনরা অনুমান করেছিলেন মুখ না দেখানো এই পুরুষটি আসলে জাহির ইকবাল।

    Previous articleপুতিনকে যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ মোদির
    Next articleটিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here