Home National জাল্লিকাট্টুতে মৃত ২

জাল্লিকাট্টুতে মৃত ২

48
0

চেন্নাই: তামিলনাড়ুতে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল জাল্লিকাট্টু উৎসব। বুধবার শিবগঙ্গা জেলায় ষাঁড়ের গুঁতোয় এক নাবালক সহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মাদুরাইয়ের কাছে সিরাভায়ালে এই ঘটনা ঘটে। অবশ্য, জাল্লিকাট্টু উৎসব চলাকালীন এই দুর্ঘটনা ঘটেনি। কিন্তু, মালিকরা যখন তাঁদের ষাঁড় নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন, সেই সময়েই ঘটে ছন্দপতন। ষাঁড়গুলি ইতস্ততভাবে দৌড়াদৌড়ি শুরু করে। সেই সময় দু’টি ষাঁড়ের গুঁতোয় দু’জন দর্শকের মৃত্যু হয়। জানা গিয়েছে, জাল্লিকাট্টু ইভেন্ট উপলক্ষ্যে মোট ১৮৬টি ষাঁড় এখানে আনা হয়েছিল। পোঙ্গাল উৎসবের সময় তামিলনাড়ুতে জাল্লিকাট্টু অত্যন্ত জনপ্রিয় উৎসব। যদিও এই ষাঁড়ের লড়াই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। পশুপ্রেমী এবং এই খেলার পৃষ্ঠপোষকদের মধ্যে সেই দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু, তাতে জাল্লিকাট্টুর জনপ্রিয়তা একটুও কমেনি। কিন্তু, এদিনের মৃত্যুর ঘটনার পর এই খেলার নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। 

Previous articleকরোনার গ্রাফ নিম্নমুখী
Next articleকুলভূষণকে অপহরণ করেছিল জয়েশ আল-আদল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here