নয়াদিল্লি: আদালতে স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। মঙ্গলবার তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। ১১ নভেম্বর তাঁকে অন্তর্বতী জামিন দিয়েছিল অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দ্র মালিক। ১৫ নভেম্বর জ্যাকলিনের জামিনের আবেদন নিয়ে চূড়ান্ত রায় দেওয়া হবে বলে জানানো হয়। মঙ্গলবার দীর্ঘক্ষণ শুনানি চলে। জ্যাকলিনের আইনজীবী জানান, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। মামলার চার্জশিটও জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। তাই অভিনেত্রীকে আগাম জামিন দেওয়া হোক। সেই যুক্তি মেনে নিয়ে জ্যাকলিনের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর ৩১ আগস্ট সুকেশ চন্দ্রশেখর প্রতারণা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটেই জ্যাকলিনকে অভিযুক্ত হিসেবে ইডি উল্লেখ করে। তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আদালত জ্যাকলিনের জামিন মঞ্জুর করেছিল ।