জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতল জলপাইগুড়ির অনির্বাণ

    160
    0

    জলপাইগুড়ি, ১৬ নভেম্বর: জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতল জলপাইগুড়ি জেলার অনির্বাণ অধিকারী। সে ময়নাগুড়ি ব্লকের বোলবারি নীলকান্ত পাল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। জানা গিয়েছে, প্রত্যন্ত গ্রামের ছেলে অনির্বাণ। তার বাবা কমল অধিকারী পেশায় দিনমজুর। মা মিনতি অধিকারী গৃহ কাজ করেন। ছেলের এই সাফল্যে আনন্দে ভাসছে বোলবাড়ি এলাকা। স্বাভাবিকভাবে উচ্ছ্বাসে অনির্বাণের শিক্ষক শিক্ষিকারাও। অনির্বাণ জানায়, চলতি বছরে ঝাড়খন্ডে অনুষ্ঠিত ইস্ট জোন মিটে তৃতীয় স্থান অধিকার করে। পাশাপাশি, ৩৭তম জাতীয় মিটে অংশগ্রহণ করার ছাড়পত্র পায় সে। আসামের গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র অ্যাথলেটিক মিটে ট্রায়াথলন বিভাগে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে অনুর্দ্ধ ১৪ বালক বিভাগে স্বর্ণপদক অর্জন করে।

    Previous articleএবার বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় একটি রেকর্ড ভিড়ের সম্ভাবনা
    Next articleদুর্দিনে ফ্রান্সের প্রধান ভরসা করিম বেনজেমা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here