শিলচর: বিভিন্ন কার্যসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালন করল সংগঠন রূপম। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় যুব দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা রূপম। এদিন শিলচর সংলগ্ন বেতুকান্দি এলাকায় বসবাসকারী দুঃস্থদের মধ্যে কম্বল সহ শীত বস্ত্র বিতরণ করল সংস্থার কর্মকর্তারা। ২ শতাধিক কম্বল সহ বাচ্চাদের মধ্যে প্রায় ৪ শতাধিক শীতবস্ত্র এদিন তুলে দেন তাঁরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার সভাপতি নিখিল পাল জানান, সংস্থার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে সংস্থা বছর ব্যাপি বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বেতুকান্দি এলাকায় থাকা দুঃস্থদের মধ্যে কম্বল সহ শীত বস্ত্র বিতরণ করার পাশাপাশি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীও এদিন সাড়ম্বরে পালন করেছেন সংস্থার কর্মকর্তারা।