কলকাতা: খুব জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টের জন্য ‘তৎকাল’-এ আবেদন না করার পরমার্শ দিলেন কলকাতার আঞ্চলিক পাসপোর্ট কমিশনার আশিস মিদ্দা। তাঁর কথায়, মাঝেমাঝে এখানে এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে, যেখানে সাধারণ পাসপোর্ট আবেদনকারীদের ইন্টারভিউয়ে ডাকতে যে সময় লাগছে, তৎকাল আবেদনকারীদের ক্ষেত্রে সেই তুলনায় আরও বেশি সময় লেগে যাচ্ছে।