Home National জরুরি অবতরণ সেনা কপ্টারের

জরুরি অবতরণ সেনা কপ্টারের

79
0

নয়াদিল্লি: ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে নটা। আচমকাই মধ্যপ্রদেশের বিহান্দের এক মাঠে প্রবল শব্দে নেমে এল বায়ুসেনার এক হেলিকপ্টার। যা দেখতে রীতিমতো ভিড় জমে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই কপ্টারটিকে ঘিরে রয়েছেন উৎসাহী গ্রামবাসীরা।  
বায়ুসেনা সূত্রে খবর, আর পাঁচটা দিনের মতোই চলছিল সামরিক প্রশিক্ষণ। কিন্তু হেলিকপ্টার মাঝ আকাশে উঠতেই বিপত্তি। পাইলটের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ভারতীয় বায়ুসেনার অ্যাপাচে হেলিকপ্টার। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তাঁর। তারপরই তিনি  জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পরই এলাকায় আসেন বায়ুসেনার আধিকারিকরা। কপ্টারটিকে পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা। তবে বড় কোনও ত্রুটি পাওয়া যায়নি বলেই খবর। বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়, পাইলটরা এবং হেলিকপ্টার সুরক্ষিত রয়েছে। কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।  

Previous articleবিএসএফ পাক ড্রোন গুলি করে নামাল, উদ্ধার মাদক
Next articleসারদা কাণ্ডে ১০ বছর পর ছাড়া পাচ্ছেন দেবযানী মুখোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here