Home District জরিমানা এয়ার ইন্ডিয়াকে

জরিমানা এয়ার ইন্ডিয়াকে

167
0

ওয়াশিংটন: বাতিল টিকিটের মূল্য ফেরত দিতে অস্বাভাবিক দেরি করায় টাটা পরিচালিত এয়ার ইন্ডিয়াকে মোটা টাকা জরিমানা করল আমেরিকা। টিকিটের মূল্য ফেরতের সঙ্গে সঙ্গে জরিমানার টাকাও অবিলম্বে মেটাতে হবে। এয়ার ইন্ডিয়াকে টিকিট মূল্য বাবদ ফেরত দিতে হবে ১২ কোটি ১৫ লক্ষ ডলার ও জরিমানা বাবদ দিতে হবে ১৪ লক্ষ ডলার। করোনা সংক্রমণের সময় বিমান পরিষেবা বাতিল বা সূচি বদলের জন্য যাত্রীরা টিকিট ক্যানসেল করতে বাধ্য হন। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা টিকিটের সেই টাকা ফেরত পাননি।  
তবে শুধু এয়ার ইন্ডিয়া নয়, মোট ছ’টি বিমান পরিষেবা সংস্থাকে অবিলম্বে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে আমেরিকার পরিবহণ দপ্তর। সবমিলিয়ে সেই অঙ্ক ৬০ কোটি ডলার। যদিও টাটা গ্রুপ অধিগ্রহণের আগেই এয়ার ইন্ডিয়া টিকিটমূল্য ফেরত দেওয়ার ব্যাপারে রাজি হয়েছিল। টাকা ফেরত চেয়ে অভিযোগ জমা পড়েছিল অন্তত ১৯০০। কিন্তু প্রথম ১০০ দিনের মধ্যে মাত্র অর্ধেক দাবিদারের টিকিট মূল্য ফেরত দেয় টাটা। এয়ার ইন্ডিয়া ছাড়া আরও যে পাঁচটি সংস্থার নাম রয়েছে টিকিট মূল্য ফেরত ও জরিমানার তালিকায় সেগুলি হল, ফ্রন্টিয়ার, ট্যাপ পর্তুগাল, এরো মেক্সিকো, ইআইএআই ও অ্যাভিয়ানকা। 

Previous articleশ্রদ্ধাকে খুনের পর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক হয় আফতাবের
Next articleবাইডেনের সামনেই রাশিয়া থেকে তেল কেনার ঘোষণা মোদির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here