জম্মু : জম্মু কাশ্মীরে এক পুলিস আধিকারিককে অপহরণ করে হত্যা করল জঙ্গিরা। গুলিতে নিহত ওই পুলিস কর্মীর নাম ফারুক আহমেদ। তিনি পুলিসের একজন সাব ইন্সপেক্টর। এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হযেছে। পুলিশের অনুমান, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়। তবে এবিষয়ে পুলিশের মধ্যেই দ্বিমত রয়েছে। কারণ কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মী তার বাড়ির কাছের চাষের ক্ষেতে কাজে গিয়েছিলেন। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। যদিও অপহরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।