Home National জম্মু-কাশ্মীরে এক পুলিস আধিকারিককে অপহরণ করে হত্যা

জম্মু-কাশ্মীরে এক পুলিস আধিকারিককে অপহরণ করে হত্যা

245
0
অগ্নিপথে জ্বলছে বিহার!
অগ্নিপথে জ্বলছে বিহার! বন্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা

জম্মু : জম্মু কাশ্মীরে এক পুলিস আধিকারিককে অপহরণ করে হত্যা করল জঙ্গিরা। গুলিতে নিহত ওই পুলিস কর্মীর নাম ফারুক আহমেদ। তিনি পুলিসের একজন সাব ইন্সপেক্টর। এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হযেছে। পুলিশের অনুমান, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে  খুন করা হয়। তবে এবিষয়ে পুলিশের মধ্যেই দ্বিমত রয়েছে। কারণ কাশ্মীর জোন পুলিশ  জানিয়েছে, ওই পুলিশ কর্মী তার বাড়ির কাছের চাষের ক্ষেতে কাজে গিয়েছিলেন। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। যদিও অপহরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

Previous articleঅগ্নিপথে জ্বলছে বিহার! বন্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা
Next articleঅগ্নিপথ প্রত্যাহারে বাধ্য হবে মোদী সরকার: রাহুল গান্ধী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here