শ্রীনগর: বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায়। পাকিস্তান থেকে আসা চার জঙ্গি সাতসকালেই জম্মুর সিধরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই ঘটনাও উঠে আসে বলে আধিকারিকরা জানিয়েছেন। পিডিপি নেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সিধরার ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন । তিনি বলেছেন, জঙ্গি উপদ্রব বন্ধ করতে উপত্যকায় সম্পূর্ণ ব্যর্থ সরকার। জম্মু অঞ্চলেও এখন ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ । এটা সরকারের ‘সবচেয়ে বড় ব্যর্থতা’। উল্লেখ্য, জঙ্গিদের যে কোনও নাশকতা রুখতে বর্ষশেষ ও আগামী সাধারণতন্ত্র দিবসের আগে সতর্ক নিরাপত্তা বাহিনী। সরকার প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তা সত্ত্বেও কীভাবে চার জঙ্গি জম্মুর সিধরায় প্রবেশ করল বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে । সিধরার এই ঘটনা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পূর্ব নির্ধারিত ছিল অমিত শাহর এই বৈঠক। এদিনের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল উপত্যকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও ঘটনাক্রম খতিয়ে দেখাই। এই বৈঠকে হাজির ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং স্বরাষ্ট্র মন্ত্রক, আধা সামরিক বাহিনী এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও । জম্মু ও কাশ্মীরে গত কয়েক মাসে বেশ কয়েকটি জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে । সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণের পাশপাশি বেশ কয়েকটি অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে। এই প্রসঙ্গেই সরকারের সমালোচনা করেছেন পিডিপি নেত্রী মুফতি । জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ দ্রুত গতিতে বাড়ছে বলে তিনি মন্তব্য করেন । কিন্তু তা রুখতে পুরোপুরি ব্যর্থ প্রশাসন । তাঁর আশঙ্কা, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা রুখতে কেন্দ্রশাসিত এই অঞ্চলে সরকার কোভিড বা জঙ্গিকার্যকলাপকে অজুহাত করতে পারে।