জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন অমিত শাহ

    167
    0

    শ্রীনগর: বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায়। পাকিস্তান থেকে আসা চার জঙ্গি সাতসকালেই জম্মুর সিধরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই ঘটনাও উঠে আসে বলে আধিকারিকরা জানিয়েছেন। পিডিপি নেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সিধরার ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন । তিনি বলেছেন, জঙ্গি উপদ্রব বন্ধ করতে উপত্যকায় সম্পূর্ণ ব্যর্থ সরকার। জম্মু অঞ্চলেও এখন ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ । এটা সরকারের ‘সবচেয়ে বড় ব্যর্থতা’। উল্লেখ্য, জঙ্গিদের যে কোনও নাশকতা রুখতে বর্ষশেষ ও আগামী সাধারণতন্ত্র দিবসের আগে সতর্ক নিরাপত্তা বাহিনী। সরকার প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তা সত্ত্বেও কীভাবে চার জঙ্গি জম্মুর সিধরায় প্রবেশ করল বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে । সিধরার এই ঘটনা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পূর্ব নির্ধারিত ছিল অমিত শাহর এই বৈঠক। এদিনের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল উপত্যকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও ঘটনাক্রম খতিয়ে দেখাই। এই বৈঠকে হাজির ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং স্বরাষ্ট্র মন্ত্রক, আধা সামরিক বাহিনী এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও । জম্মু ও কাশ্মীরে গত কয়েক মাসে বেশ কয়েকটি জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে । সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণের পাশপাশি বেশ কয়েকটি অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে। এই প্রসঙ্গেই সরকারের সমালোচনা করেছেন পিডিপি নেত্রী মুফতি । জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ দ্রুত গতিতে বাড়ছে বলে তিনি মন্তব্য করেন । কিন্তু তা রুখতে পুরোপুরি ব্যর্থ প্রশাসন । তাঁর আশঙ্কা, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা রুখতে কেন্দ্রশাসিত এই অঞ্চলে সরকার কোভিড বা জঙ্গিকার্যকলাপকে অজুহাত করতে পারে।

    Previous articleগঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত পদযাত্রা শুরু করল প্রদেশ কংগ্রেস
    Next articleবিমানবন্দরে এবার আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here