ইসলামাবাদ, ৯ মে: আজ মঙ্গলবার গ্রেপ্তার করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় তাঁর বাড়ির সামনে প্রচুর পরিমাণে সেনা মোতায়ন করা হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার ইসলামাবাদ আদালত থেকে গ্রেপ্তার করা হল তাঁকে। তাঁর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পিটিআই-এর নেতা, কর্মী ও সমর্থকরা। এবিষয়ে ইমরান খান টুইট করে বলেছেন, ‘আগামী নির্বাচনে আমি যাতে না লড়তে পারি তার জন্যই গ্রেপ্তার করা হল আমাকে।’