মুম্বই, ৫ নভেম্বর: ভেস্টিবুলার হাইপোফাঙ্কশানে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। এই জটিল রোগের ফলে অভিনেতার শিরা-উপশিরা ও রক্তচলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। এই অসুখের কারণেই তাঁকে কাজ থেকে মাঝে মধ্যে দীর্ঘ ছুটি নিতে হচ্ছে। সম্প্রতি একটি সম্মেলনে অভিনেতা নিজেই এই জটিল রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। জানা গিয়েছে, কোনও ব্যক্তি ভেস্টিবুলার হাইপোফাঙ্কশানে আক্রান্ত হলে রোগীর শিরা-উপশিরা ও রক্তচলাচলে তীব্র সমস্যা সৃষ্টি হয়। এমনকি রোগীর দেহ পঙ্গু হওয়ারও সম্ভাবনা থাকে।