জটিল রোগে অসুস্থ অভিনেতা বরুণ ধাওয়ান

    189
    0

    মুম্বই, ৫ নভেম্বর: ভেস্টিবুলার হাইপোফাঙ্কশানে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। এই জটিল রোগের ফলে অভিনেতার শিরা-উপশিরা ও রক্তচলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। এই অসুখের কারণেই তাঁকে কাজ থেকে মাঝে মধ্যে দীর্ঘ ছুটি নিতে হচ্ছে। সম্প্রতি একটি সম্মেলনে অভিনেতা নিজেই এই জটিল রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। জানা গিয়েছে, কোনও ব্যক্তি ভেস্টিবুলার হাইপোফাঙ্কশানে আক্রান্ত হলে রোগীর শিরা-উপশিরা ও রক্তচলাচলে তীব্র সমস্যা সৃষ্টি হয়। এমনকি রোগীর দেহ পঙ্গু হওয়ারও সম্ভাবনা থাকে।

    Previous articleপ্রেমিককে ডেকে প্রকাশ্যে চুম্বন, ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করল কর্তৃপক্ষ
    Next articleশিশু মৃত্যুর জেরে আরজিকর হাসপাতালে বিক্ষোভ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here