Home National ছেলের হাতে খুন অভিনেত্রী

ছেলের হাতে খুন অভিনেত্রী

161
0

মুম্বই: ছেলের হাতে খুন হলেন মুম্বইয়ের টেলি অভিনেত্রী বীণা কাপুর। সম্পত্তি নিয়ে বচসার জেরে বছর ৭৪-এর এই অভিনেত্রীকে খুন করা হয় বলে পুলিস জানতে পেরেছে। বেসবলের ব্যাট দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় অভিনেত্রীর ছেলে ও বাড়ির পরিচারককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন শচীন কাপুর ও পরিচারক ছোটু ওরফে লালুকুমার মণ্ডল। জুহু থানার পুলিস জানিয়েছে, মুম্বইয়ের কল্পতরু সোসাইটিতে থাকতেন বীণা কাপুর। 

Previous articleভারতে পিছিয়ে পড়ছেন মহিলা, গরিবরা
Next articleআজ শপথ, হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here