Home District ছাত্রীকে গোপনে বিয়ের অনুষ্ঠানে হাজির স্ত্রী

ছাত্রীকে গোপনে বিয়ের অনুষ্ঠানে হাজির স্ত্রী

68
0

বর্ধমান: প্রেমের জোয়ার এলে তাতে ভেসে যেতে সময় লাগে না। সে কলেজের অধ্যাপক হোক বা বেকার যুবক, সকলেরই হৃদয় দুলে যায়। সেই কারণেই হয়তো কবিগুরু লিখেছিলেন, ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে। বাঁধন খুলে দাও, দাও, দাও। ভুলিব ভাবনা পিছনে চাব না’। জীবনে ফের প্রেম আসায় বর্ধমান বিশ্ববিদালয়ের এক অধ্যাপক সমস্ত বাঁধন ভেঙে দ্বিতীয়বার মালাবদল করলেন। স্ত্রীকে না জানিয়ে নিজের ছাত্রীকে বিয়ে করলেন। বর্ধমানের কাঞ্চননগরে বসেছিল বিয়ের আসর। অমন্ত্রিত ছিলেন অধ্যাপকের আপনজনরা। সবকিছু গোপন রাখার জন্য শহরের শেষ প্রান্তে বিয়ের আসর বসানো হয়েছিল। কিন্তু গোপন কথা গোপন থাকেনি। স্বামী বিয়ে করছে জানতে পেরে রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে অনুষ্ঠান বাড়িতে সটান হাজির হয়ে যান প্রথমপক্ষের স্ত্রী। তবে, তার আগে তিনি বর্ধমান থানায় গিয়ে ডিভোর্স না দিয়ে দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগ করেন। 

Previous articleতারাপীঠ মন্দিরে পুজো দিলেন শোভনদেব
Next articleআজ সোনা রূপার বাজার দর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here