শিলিগুড়ি: সামনেই ছট পূজা। এব্যাপারে হাল হকিকত খতিয়ে দেখতে ঘাটে নামলেন মেয়র গৌতম দেব। শুক্রবার আধিকারিকদের নিয়ে শিলিগুড়ির বিভিন্ন ছট ঘাটগুলি পরিদর্শন করেন তিনি। পুজোর সমস্ত আচার নিয়ম ছট ব্রতীরা যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারেন, তা খতিয়ে দেখলেন মেয়র।