বর্তমানে বাম জামানায় চিরকুটে চাকরি কান্ডে সরব হয়েছে তৃণমূলের একাধিক নেতা। এবার এই ঘটনায় নাম জড়াল বাম জামানার দীর্ঘ দিনের মন্ত্রী সুশান্ত ঘোষের।
এক সময় গড়বেতার ত্রাস ছিলেন মন্ত্রী সুশান্ত ঘোষ। বিরোধীদের নির্মূল করার কান্ডারী ছিলেন তিনি। এলাকার তৃনমুল সমর্থকদের জন্য বরাদ্দ ছিল খুন ও ধর্ষণের মত ঘটনা। বাম জামানার কঙ্কাল কান্ডের মুল অভিযুক্ত ছিলেন তিনি। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও প্রমানের অভাবে জামিন পান তিনি।
বর্তমানে সুশান্তর বিরুদ্ধে অভিযোগ বাম জামানায় তার সুপারিশে চাকরি হয়েছে ২০ জন আত্মীয়ের। যারা রাজ্যের বিভিন্ন দপ্তরে এখনও কর্মরত আছেন বা ছিলেন। যা নিয়ে ইতিমধ্যে তদন্তের দাবী জানাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রী।