Home State চা বাগানের জিআইএস মানচিত্র

চা বাগানের জিআইএস মানচিত্র

89
0

কলকাতা: চা বাগানকে ঘিরে পর্যটন শিল্পে জোয়ার আনতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। চা বাগানের জিআইএস মানচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হল। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর—উত্তরবঙ্গের এই ছয় জেলার প্রশাসনকে চা বাগানগুলির সমস্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। জমা দিতে হবে নির্দিষ্ট ডেটা সেন্টারে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই ডেটা সেন্টার না-থাকায় তারা জলপাইগুড়ির ডেটা সেন্টারে তা জমা দেবে।

Previous articleদ্বিগুণ দাম জিরের
Next article‘নিখোঁজ’ মুকুল রায়, শুভ্রাংশুর অভিযোগে দিল্লি গেল রাজ্য পুলিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here