Home Kolkata চালু হতে চলেছে মছলন্দপুর থেকে স্বরূপনগর রেল পরিষেবা

চালু হতে চলেছে মছলন্দপুর থেকে স্বরূপনগর রেল পরিষেবা

220
0

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এবার মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেল পরিষেবার কাজ শুরু হতে চলেছে বলে জানান বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ১৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণের ঘোষণা করেন। সেই মতো ২০১০ সালে এই রেললাইনের শিলান্যাসও করা হয়। এবার শান্তনু ঠাকুরের উদ্যোগে সেই রেলপথ নির্মানের কাজ শুরু হতে চলেছে। এজন্য সম্প্রতি একটি বিশেষ ট্রেনে মছলন্দপুর স্টেশন পরিদর্শনে আসেন শিয়ালদহ শাখার DRM শৈলেন্দ্র কুমার সিং। তবে শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণে সহযোগিতা করলে এক থেকে দুই বছরের মধ্যে এই রেলপথ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

Previous articleশ্রীলংকায় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন, পদত্যাগ করবেন রাজাপাক্ষে
Next articleঅনুদানের তহবিল অপব্যবহারের অভিযোগ, মেধা পাটকরের বিরুদ্ধে মামলা দায়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here