নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার পূর্ব মেদিনীপুরের ভগবাপুরে এক বিজয়া সম্মিলনী ঘিরে ঘটে এই ঘটনা। এই সভায় উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, বিধায়ক ও অভিনেতা সোহম এবং মন্ত্রী অখিল গিরি। তাঁদের সামনেই দলের অভ্যন্তরের স্বজন পোষণ নিয়ে বচসা বাধে দুই গোষ্ঠীর মধ্যে। তাঁরা তাঁদের ক্ষোভ উগরে দিয়ে বলেন, দলের নেতারা স্থানীয় সমস্যা সমাধানে কখনও এগিয়ে আসেন না। এমনকি বিজেপির হাতে অত্যাচারিত কর্মীদের পাশেও দাঁড়ায়নি তাঁরা। এমনকি বিধায়ক সোহমও নয়। এই নিয়ে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা।