জীবনের ম্যাচে হেরে গেলেন তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে। ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চিরতরে ঘুমের দেশে এই ফুটবল সম্রাট। শুক্রবার গভীর রাতে অর্থাৎ ৩০ ডিসেম্বর ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানিয়েছেন পেলের ম্যানেজার জো ফ্রাগা।