ঘাটাল: রবিবার ঘাটালের দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্বপ্ন বাস্তবায়িত হল । ঘাটাল লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য দীপক অধিকারীর (দেব) ইচ্ছায় নতুন পোশাক পরে পিকনিক করার সুযোগ পেল। দাসপুর-১ ব্লকের নিম্বার্ক প্রতিবন্ধী শিক্ষানিকেতনের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা ওই ব্লকের সুজানগর শহিদ প্রদ্যোত শিশু উদ্যানে দারুণ আনন্দে মেতে উঠলেন। এদিন মহকুমা প্রশাসন, পুলিস প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তারা এই আনন্দ ভাগ করে নেয়। নিম্বার্ক বৃদ্ধাশ্রমের আবাসিকরাও দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সঙ্গে নিমন্ত্রিত ছিলেন ।
রবিবার কব্জি ডুবিয়ে নানান পদ দিয়ে পিকনিকে দুপুরের আহার সারলেন। তাঁদের খাবার পরিবেশন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, দাসপুর-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কৌশিক সামন্ত, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ বিভিন্ন আধিকারিকরা। পার্কে পিকনিক করতে আসা অন্যান্যরা সেই দৃশ্য দেখে আপ্লুত । মহকুমা শাসক বলেন, ওরা সাধারণত পিকনিক করার সুযোগ পায় না। এদিন পার্কে পিকনিকের ব্যবস্থা করেছিলেন সংসদ সদস্যর প্রতিনিধি রামপদ মান্না। দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং বৃদ্ধবৃদ্ধাদের সঙ্গে থাকতে পেরে ভালো লেগেছে।