Home Sports ঘরে ফিরলেন অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী তিতাস ও হৃষিতা

ঘরে ফিরলেন অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী তিতাস ও হৃষিতা

151
0

কলকাতা: সদ্য বিশ্বকাপ জিতেছে ভারতের অনূর্ধ ১৯ মহিলা ক্রিকেট দল। এই দলে ছিলেন বাংলার তিন ক্রিকেটার। এছাড়া একজন বোলিং কোচও ছিলেন বাংলার। তাঁদের অসামান্য কৃতিত্বে মুগ্ধ বাংলা তথা গোটা দেশ। এই দলে বাংলার তিন তরুণীর মধ্যে অন্যতম হলেন তিতাস সাধু ও হৃষিতা বোস। বিশ্বকাপ জয়ের পর আজ প্রথম তাঁরা বাংলায় ফিরেছেন।

আজ ফেরার পথে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হৃষিতা ও তিতাস। বিমান থেকে নেমে গাড়িতে ওঠার সময় তাঁকে সম্বর্ধনা জানাতে ভিড় জমান প্রচুর ক্রিকেটপ্রেমী মানুষ। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি হৃষিতাকে ফুলের স্তবক ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপবাবু বলেন, “তাঁরা দেশের কন্যা। আমি তাঁদের নিয়ে গর্বিত। আমি শেফালী ভার্মা এবং পুরো দলকে অভিনন্দন জানাই। বাংলার তিনজন খেলোয়াড় ও একজন বোলিং কোচ দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।”

প্রসঙ্গত, দিনকয়েক আগেই রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকায় মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC U19 T20 WC) জিতেছে ভারতীয় দল। শেফালি ভার্মার নেতৃত্বাধীন সেই দলের শরিক ছিলেন বাংলার তিন মেয়ে তিতাস সাধু (Titas Sadhu), হৃষিতা বসু (Hrishita Bose) ও রিচা ঘোষ (Richa Ghosh)। সিএবি বিশ্বকাপ জয়ী বাংলার এই তিন ক্রিকেটারকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে। বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিন ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলে তিনজন বঙ্গকন্যা, এটা আমাদের কাছে সত্যিই গর্বের। তিতাস, রিচা ও হৃষিতা বাংলার ক্রিকেটের মুখ উজ্জ্বল করেছে। ওরা আরও অনেক সাফল্য এনে দেবে বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে। ওদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেব আমরা।’

Previous articleআজ সোনা রুপার বাজার দর
Next articleঝাড়গ্রামে গতবারের তুলনায় অর্ধেক কমে গেল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here