গ্রেপ্তার লুধিয়ানা বিস্ফোরণের মূল চক্রী

    186
    0

    নতুন দিল্লি, ২ ডিসেম্বর: গতকাল দিল্লির বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হল লুধিয়ানা আদালত বিস্ফোরণের মূলচক্রী হরপ্রীত সিংকে। একটি গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ তাঁকে গ্রেফতার করেছে। মালয়েশিয়ার কোয়ালালামপুরে বেশ কিছু দিন ধরে সে গা ঢাকা দিয়েছিল। সম্প্রতি দেশে ফেরার কথা ছিল অভিযুক্তর। কিন্তু এনআইএর একটি দল গোপন সূত্রে অভিযান চালিয়ে হরপ্রীত সিংকে দিল্লিতে বিমান থেকে নামার সময়ই তাঁকে হাতেনাতে পাকড়াও করে।

    জানা যায়, লখবীর সিং আন্তর্জাতিক শিখ যুব ফেডারেশনের (ISYF) প্রধান। অন্যদিকে হরপ্রীত লুধিয়ানা কোর্ট বিস্ফোরণের (২০২১) ষড়যন্ত্রকারী। হরপ্রীত পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। এই বিস্ফোরণে প্রাণ হারায় একজন। আহত হয় ৬ জন।

    উল্লেখ্য, রুডীর নির্দেশ মত হরপ্রীত পাকিস্তান থেকে Improvised Explosive Device (IED) সরবরাহ করত। যেটা ব্যবহার করা হয়েছিল লুধিয়ানা বিস্ফোরণে।

    Previous articleদুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকের দেহ টুকরো টুকরো
    Next articleদীঘা উপকূলে নতুন সামুদ্রিক প্রাণীর সন্ধান

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here