কলকাতা: সঙ্গীতশিল্পী রশিদ খানের গাড়ির চালককে মদ্যপ থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিস। তাঁকে গ্রেপ্তার করা নিয়ে বিতর্কে জড়ায় প্রগতি ময়দান থানা। সেই থানার সেরেস্তা, লকআপ এবং প্রবেশ পথ মিলিয়ে তিনটি সিসি ক্যামেরা খারাপ। উল্লেখ্য, সেই রাতে রশিদ খানের স্ত্রী যখন থানায় ঢুকে কর্তব্যরত পুলিস অফিসারদের সঙ্গে বচসায় জড়ান, তখন সেই ঘটনা নিজেদের মোবাইলে রেকর্ড করতে বাধ্য হয়েছিলেন উপস্থিত পুলিস অফিসাররা।