Home National গোয়া সফরে যাবেন না অভিষেক

গোয়া সফরে যাবেন না অভিষেক

232
0

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজনৈতিক ও ধর্মীয় কারণে চার দিনের গোয়া সফরে যাচ্ছেন না অভিষেক ব্যানার্জি। এরকমই জানিয়েছেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশ্য এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি BJP র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী এবং তাঁর নেতাদের গোয়া, ত্রিপুরা, মেঘালয়ে যাওয়ার অনুমতি থাকলেও বিরোধীদের নেতাইয়ে যাওয়ারও অনুমতি নেই। তাছাড়া গোয়ায় গিয়ে উনি কি করবেন? ওখানে তো দলটাই নেই”।

Previous article১০ জানুয়ারী কাজাখস্তান সম্পর্কিত CSTO- র একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহন করবেন পুতিন
Next articleকোভিড টীকার প্রিকশন ডোজ শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here