দীননাথ চক্রবর্তী
মানুষ তোমাকে আজ একটা গল্প শোনাবো
একটা রিক্ত গোলাপের গল্প
সখের বাগানের তা নয়
কোন রোমান্টিক খোঁপার
কিম্বা নরম হাতের স্পর্শ মাখা তা না।
অন্ধকার
ডাস্টবিনের মাঝে
মাটি থেকে খাদ্য পায়নি
তবু দৃঢ় বিশ্বাসে
মাটিকে ভর করেই দাঁড়াতে ভোলেনি ।
নিজের তাগিদে
সাদরে সূর্যকে করেছে আলিঙ্গন ।
তারপর দিনে দিনে
বেড়েছে তার আত্মপ্রত্যয়
মাটির গভীরে প্রসারিত করেছে কঠিন শিকড়
নব পত্রের শিহরণে হয়েছে পুলকিত
সংগোপনে ধারণ করেছে কুঁড়ি
প্রজাপতির সাথে করেছে মিতালি ।
হ্যাঁ মানুষ
সেই রিক্ত গোলাপ ,
তারপর ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ
ভ্রমর শুনিয়েছে গান
আর গোলাপ!
মেলে দিয়েছে তার স্তবক
পূর্ণতার বার্তা দিয়ে
সার্থক জীবনের ভাষায় ।
মানুষ আমরা কি পারিনা
এমন একটা গল্পের চরিত্র হতে?