গোয়া: উত্তপ্ত গোয়ার রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই তৃণমূলের প্রচার হোডিং পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। উত্তরবং সফরের শেষে গোয়ায় প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে মঙ্গলবার গোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের হোডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, পোস্টারে থাকা মুখ্যমন্ত্রীর মুখে কালী লাগিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার নিন্দা করেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। এদিন তিনি বলেন, “এতদিন গোয়ায় সমস্ত রাজনৈতিক দলকে তাঁদের প্রচার করতে দেওয়া হত। মানুষের কাছে তাঁদের কথা তুলে ধরতে দেওয়া হত। কিন্তু তৃণমূলের আগমনে বিজেপি এতটাই সন্ত্রস্ত যে তাঁরা তৃণমূলের হোর্ডিং ভাঙছে।”
২০২২-এর বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে তৃণমূল। গোয়া সরকারের বিরুদ্ধে সোমবার আজাদ ময়দানে পিপলস চার্জশিট প্রকাশ করেন লুইজিনহো ফালেইরো, সৌগত রায়, বাবুল সুপ্রিয়রা। মঙ্গলবার গোয়ার রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগের দাবি জানাবেন তাঁরা।