Home State গোবরডাঙ্গায় ভূতে খাচ্ছে মিড-ডে মিলের খাবার

গোবরডাঙ্গায় ভূতে খাচ্ছে মিড-ডে মিলের খাবার

251
0

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ঘটনাটি গোবরডাঙ্গা শ্রী চৈতন্য উচ্চ বিদ্যালয়ের। এই মুহূর্তে স্কুলে মোট ছাত্র সংখ্যা হাতে গোনা ৪৫ জন। প্রতিদিনের উপস্থিতির হার গড়ে ১০ জন। বলছেন এলাকাবাসী। কিন্তু প্রতিদিন মিড-ডে মিল রান্না হচ্ছে পেল্লায় মাপের হাঁড়ি ও কড়াইতে। যা খেতে পারবে শতাধিক ছাত্র ছাত্রী। কিন্তু কোথায় সেই ছাত্র ছাত্রী? প্রশ্নের উত্তরে নীরব স্কুল কতৃপক্ষ। নীরব রান্নার দায়িত্বে থাকা মহিলারাও। তাহলে প্রতিদিন কি ভূতে খাচ্ছে মিড-ডে মিলের খাবার? প্রশ্ন এলাকার সবার।

Previous articleবিধাননগর স্টেশনে লোহার রডে মাথা আটকে মৃত্যু হল শিশুর
Next articleসেজে উঠেছে বক্রেশ্বর শিব মন্দির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here