Home National গুরুচরণ কলেজে ভাষা বাংলাকে উপেক্ষিত রাখার অভিযোগ

গুরুচরণ কলেজে ভাষা বাংলাকে উপেক্ষিত রাখার অভিযোগ

132
0

শিলচর: গুরুচরণ কলেজের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বাংলা ভাষাকে উপেক্ষিত রাখার কারণ জানতে অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করল ছাত্র সংগঠন আকসা। এদিন শিলচর জিসি কলেজের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থের নেতৃত্বে আকসার এক প্রতিনিধি দল অধ্যক্ষের সাথে সাক্ষাত করে বরাকে সরকারী স্বীকৃত ভাষা বাংলাকে অন্তর্ভুক্ত করার জোরালো দাবী জানায়। পরে অধ্যক্ষ জানান, বিজ্ঞপ্তটি অনিচ্ছাকৃত কারণে ক্রটি হয়েছে। তা সঠিক করা হচ্ছে। তাছাড়াও বেশকিছু ব্যাপারে অধ্যক্ষের সাথে আলাপ করেন রূপম বাবু সহ অন্যান্যরা।

Previous articleProjapoti Box Office : কুণাল ঘোষকে ভুল প্রমাণ করে ১০ দিনে ৪ কোটি টাকার ওপর ব্যবসা করল দেব ও মিঠুনের ‘প্রজাপতি’
Next articleকরাতিগ্রামে মধুরা নদীর উপর সেতুর খুঁটি নড়বড়ে, অথচ অ্যাপ্রোচ বানাতে ১৮ কোটি খরচ করছে সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here