গুরুগ্রাম: ভরদুপুরে মাদক মেশানো পানীয় খাইয়ে শপিং মলের বেসমেন্টে রাখা গাড়িতে তুলে ধর্ষণ করা হল তাঁকে। এমনই অভিযোগ উঠেছে গুরুগ্রামে।
পুলিস সূত্রে খবর, ওই তরুণী ইঞ্জিনিয়ারিং পাশ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের চাকরি খুঁজছিলেন। সম্প্রতি অনলাইনে একটি কাজের বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন। তাঁকে ইন্টারভিউর জন্য গুরুগ্রামের সাহারা শপিং মলে ডাকা হয়। দুপুর ১টা নাগাদ যাবতীয় নথি নিয়ে সেখানে পৌঁছে যান তিনি। তরুণীর অভিযোগ, তুষার শর্মা নামক এক ব্যক্তি তাঁকে বেসমেন্টের পার্কিং লটে নিয়ে যায়। সেখানে ছিল তুষারের গাড়ি। তরুণীকে মাদক মেশানো জল খাওয়ায় অভিযুক্ত। তারপর গাড়ির ভিতরে তাঁকে ধর্ষণ করা হয়। এমনকী, অভিযুক্ত তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ ওই তরুণীর।