গুজরাট বিধানসভা ভোটের শেষ দফার প্রচার শেষ

    171
    0

    আমেদাবাদ: গুজরাট বিধানসভা ভোটের শেষ দফার প্রচার শেষ হয়েছে মঙ্গলবার। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ৮৯ টি আসনের ভোট। এই ভোটে মোট ১৯ টি জেলার ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তার মধ্যে ৭১৮ জন পুরুষ প্রার্থী এবং ৭০ জন মহিলা প্রার্থী।

    যদিও গুজরাটের এই ভোটের লড়াই মূলত দ্বিমুখী। তবে এবার পুরো শক্তি নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে আম আদমি পার্টি। রাজ্যের মোট ১৮২টি আসনের মধ্যে ১৮১টি-তে মনোনয়ন জমা দিয়েছে আপ। প্রথম দফার ভোটে দ্বারকার খামভালিয়া থেকে লড়ছেন আপ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গোদাভি।

    Previous articleশেষ ষোলতে সেনেগাল ও নেদারল্যান্ডস
    Next articleবেঙ্গালুরুতে এক ক্যাব চালকের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here