গুজরাটে নির্বাচনী বিধি ভেঙ্গে ভোটের দিনে অভিনব প্রচার করলেন কংগ্রেস বিধায়ক

    213
    0

    প্রিয়াশ্রী খাঙ্গার, ১ ডিসেম্বর: আজ গুজরাটের প্রথম দফার ভোটের দিনে বিজেপি সরকারের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল রাজ্যের আমরেলি বিধানসভা কেন্দ্র। এই বিধানসভার বিদায়ী কংগ্র্রেস বিধায়ক পরেশ ধনানি নিজের বুথে ভোট দিতে যাওয়ার সময় জ্বালানির মূল্যবৃদ্ধিকে মানুষের নজরে আনতে এক নতুন পন্থা অবলম্বন করলেন। তিনি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধিকে হাতিয়ার করে একটি সাইকেল চালিয়ে বুথে গেলেন। শুধু তাই নয়, সেই সাইকেলের পিছনে বেঁধে নিলেন একটি খালি গ্যাস সিলিন্ডার। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়া থেকে শুরু করে পেট্রোপণ্যের দাম অগ্নিমূল্য। বাজার অগ্নিমূল্যের কারনে জেরবার সাধারণ মানুষ। মোদির আচ্ছে দিনের কথা শুনলেও আচ্ছে দিন দেখতে পায়নি দেশের নাগরিকরা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিই বিরোধীদের হাতিয়ার। আজ, বৃহস্পতিবার গুজরাতের প্রথম দফার ভোটগ্রহণ। আর সেই দিনই কংগ্রেসের অভিনব উদ্যোগের সাক্ষী থাকল মোদির রাজ্য।

    মোদির আচ্ছে দিনে প্রতি গ্যাসের সিলিন্ডার পিছু দাম দাঁড়িয়েছে হাজারের ঘরে। যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন পরেশবাবু। তিনি জানিয়েছেন, ‘বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার কারণে গুজরাতে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব বাড়ছে। গ্যাস ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। শিক্ষার লাগামছাড়া বেসরকারিকরণ হয়েছে। এবার ক্ষমতার পরিবর্তন হবে। কংগ্রেস আসবে।’ ওই কেন্দ্রেই ফের কংগ্রেসের প্রার্থী হয়েছেন পরেশ ধনানী।

    যদিও পরেশ ধনানীর ভোটের দিনে অভিনব এই প্রতিবাদকে কংগ্রেসের নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ছে বলে মনে করে রাজ্য বিজেপি।

    Previous article২৪ ঘণ্টার মধ্যে ১৮৩ ভুয়ো নিয়োগ প্রাপ্তের তালিকা চাইল হাইকোর্ট
    Next articleবিশ্বকাপের শেষ ষোলতে মরক্কো ও ক্রোয়েশিয়া

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here