গুজরাটে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত নাবালিকা

    168
    0

    আহমেদাবাদ: গুজরাটের আহমেদাবাদের শাহিবাগের গ্রিন অর্কিড বিল্ডিংয়ের ৭ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে পুরো ৭ তলায় ছড়িয়ে পড়ে আগুন। ওই বিল্ডিংয়ের বাথরুমের গিজারের শর্ট শার্কিট থেকে এই আগুন। ওই সময় ৭ তলার বিল্ডিংয়ে একমাত্র ১৫ বছরের এক নাবালিকা একাই ছিল। সে ওই আগুন দেখে ব্যালকনিতে চলে আসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ১১টি দমকলের ইঞ্জিন এসে পৌছয়। ততক্ষণে ব্যালকনিতে আটকে থাকা নাবালিকা আগুন দগ্ধ হয়ে যায়। তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানেই সে মারা যায়। আর বাকিদেরকে আগুন নিয়ন্ত্রণে আনার পর একে একে বিল্ডিং থেকে উদ্ধার করা হয়।

    Previous articleআজ সোনা রুপার বাজার দর
    Next articleদিল্লিতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, জখম ১

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here