Home International গুগলের প্রাক্তন কর্মীর অভিযোগ, মহিলা বসের ‘কুপ্রস্তাবে’ সাড়া না দেওয়ায় চাকরি গিয়েছে

গুগলের প্রাক্তন কর্মীর অভিযোগ, মহিলা বসের ‘কুপ্রস্তাবে’ সাড়া না দেওয়ায় চাকরি গিয়েছে

144
0

ওয়াশিংটন: সাড়া দেননি মহিলা বসের‘কুপ্রস্তাবে’ । রায়ান ওলোহানকে তাই চাকরি খোয়াতে হয়েছে। গুগলের ওই প্রাক্তন কর্মী এমনই মারাত্মক অভিযোগ এনেছেন। গত নভেম্বরেই গুগল ও সেই মহিলা বস টিফানি মিলারের বিরুদ্ধে এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন ৪৮ বছরের ওলোহান। ঘটনাটি ঘটে ২০১৯ সালের ডিসেম্বরে ম্যানহাটনের চেলসিতে সংস্থার নৈশভোজে। জানা গিয়েছে, টিফানি গুগলের প্রোগ্রামেটিক মিডিয়া বিভাগের ডিরেক্টর। আর সেই সময় গুগলের ফুড, বেভারেজ এবং রেস্তোরাঁ বিভাগের ম্যানেজিং ডিরেক্টর পদে প্রোমোশন হয় রায়ানের। টিফানির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন রায়ান। টিফানি নাকি বলেছিলেন, তাঁর বৈবাহিক জীবনে কোনও আকর্ষণ নেই। তাঁর বৈবাহিক সম্পর্কে শীতলতা এসেছে। টিফানি জন্মসূত্রে একজন এশিয়ান। তিনি জানতেন সাত সন্তানের পিতা রায়ানের স্ত্রীও একজন এশিয়ান। অভিযোগ, রায়ানের শরীর স্পর্শ করে টিফানি তাঁর চেহারার প্রশংসা করেন। টিফানি বলেন, ‘আমি জানি, তুমি এশিয়ান মহিলাদের পছন্দ কর।’ এরপরই তিনি রায়ানকে যৌনতার প্রস্তাব দেন। অত্যন্ত অস্বস্তি বোধ করায়, রায়ান সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে সরে যান। 

Previous articleআজ সোনা রুপার বাজার দর
Next articleবিশ্ব ইতিহাসে ৩১ জানুয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here