Home District গান গাইলেন পুলিস সুপার

গান গাইলেন পুলিস সুপার

154
0

জলপাইগুড়ি: বৃহস্পতিবার সরস্বতী পুজোর সন্ধ্যায় সেই ইমেজের বিপরীত মেরুতে ধরা দিলেন জলপাইগুড়ির পুলিস সুপার বিশ্বজিৎ মাহাত। সরস্বতী পুজোর সন্ধ্যায় শহরের দু’জায়গায় দু’টি পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে মাইক্রোফান হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে গাইলেন গান। মাতিয়ে দিলেন হাজার হাজার মানুষের মন। জলপাইগুড়ি প্রেস ক্লাব প্রতিবছরই যথেষ্ট আড়ম্বরের সঙ্গে সরস্বতী পুজোর আয়োজন করে থাকে। এবারও পুজোর পর প্রসাদ বিতরণ করা হয়। তারপর এলাকাবাসীর মনজয় করতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন জলপাইগুড়ির পুলিস সুপার। যদিও এবার ২৬ জানুয়ারি এবং সরস্বতী পুজো একই দিনে পড়ায় জেলার আইনশৃঙ্খলা সামাল দিতে পুলিস সুপারের বাড়তি চাপ ছিল। তবে সেই চাপের বহিঃপ্রকাশ নয়, উল্টো হালকা মেজাজে গান গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে তোলেন। 

Previous articleসানমার্গ চিটফান্ড: গ্রেপ্তার মোহনবাগান-সেল ফুটবল অ্যাকাডেমির সচিব তপন রায়
Next articleপঞ্চায়েতে দুর্নীতির তদন্ত দাবি তৃণমূল যুবনেতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here