Home District গাইঘাটায় লো-ভোল্টেজ, গ্রামবাসীদের অবরোধ

গাইঘাটায় লো-ভোল্টেজ, গ্রামবাসীদের অবরোধ

68
0

বারাসত: কয়েক বছর ধরে এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে। বারে বারে দপ্তরে তা জানিয়েও মেলেনি সুরাহা। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলার পর পুলিস এসে অবরোধ তুলে দেয়। ঘটনাটি গাইঘাটার ডেওপুল এলাকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার ডেওপুল এলাকায় তিন থেকে চার বছর ধরে বিদ্যুৎ পরিষেবার নানা সমস্যা দেখা দিয়েছে। নিয়মিত লো-ভোল্টেজ চলে সেখানে। পাখা চালালে জ্বলে না আলো, কিংবা আলো জ্বললে পাখা আর চালানো যায় না। তাই স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে গ্রামবাসীরা শুক্রবার দুপুরে চাঁদপাড়া-ঝাউডাঙা রোডের ডেওপুল এলাকায় অবরোধ করেন। বিক্ষোভকারীরা জানান, বিদ্যুৎ দপ্তরে জানিয়ে শুধু আশ্বাসই পাওয়া গিয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই অবরোধ করলাম। তবে, প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। 

Previous articleকুলতলিতে ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরির অভিযোগ
Next articleমুসলিম লিগ নিয়ে রাহুলের মন্তব্যে তরজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here