আদিলাবাদ: জন্ম দিয়েই মারা গিয়েছেন মা। মায়ের দুধ জুটছে না সদ্যোজাত শিশুকন্যার! গোরুর দুধ জোগাড়ও তো মহা ঝক্কির ব্যাপার। তেলেঙ্গানার আদিলাবাদ জেলার এক প্রত্যন্ত গ্রামে প্যাকেট দুধ আর মিলবে কোথায়! তাই দুধের প্যাকেট কিনতে প্রতিদিন দশ কিমি পথ পাড়ি দিতে হচ্ছিল মেয়েটির বাবা জাঙ্গুবাবু ও দাদু বাপু রাওকে। নাচার হয়ে স্থানীয় ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট অথরিটির দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। শিশুর মুখে দুধ তুলে দিতে একটা গোরু চেয়েছিলেন তাঁরা। কিন্তু তাদের আবেদন কর্তৃপক্ষ কানেই তোলেনি বলে অভিযোগ। কিন্তু সেই পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের অর্থমন্ত্রী টি হরিশ রাও। তাঁদের জন্য একটা গোরুর ব্যবস্থা করলেন তিনি।