মুম্বই: দলীয় সম্মেলনে গরহাজির থাকলেন এনসিপির বর্ষীয়ান নেতা অজিত পাওয়ার। শুক্রবার মুম্বইয়ে একদিনের ওই দলীয় সম্মেলনে ডেকেছিল এনসিপি। কিন্তু, আগে থেকে ঠিক হয়ে থাকা কর্মসূচির কারণে সম্মেলনে হাজির থাকতে থাকতে পারবেন না বলে দলকে জানিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। অজিতের এহেন পদক্ষেপ ঘিরে স্বাভাবিকভাবেই জোরালো হয়েছে দলবদলের জল্পনা। যদিও তিনি নিজে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন। এদিন পুনেতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জানান, একই সময়ে আয়োজিত দু’টি অনুষ্ঠানের মধ্যে একটিকে বেছে নিতে হতো। তাই বাধ্য হয়েই সম্মেলনে না থাকার সিদ্ধান্ত নিতে হয়। অন্যদিকে এনসিপিও সাফ জানিয়েছে, দলীয় সম্মেলনে উপস্থিত থাকতে না পারার অর্থ এই নয় যে, তিনি দল ছেড়ে দিচ্ছেন। আসলে গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও তাঁর জোট শরিক বিজেপির স্তুতি শোনা যাচ্ছে অজিত পাওয়ারের কণ্ঠে। যা তাঁর বিজেপিতে যাওয়ার সম্ভাবনাকে উস্কে দিয়েছে।
মনে করা হচ্ছে, শীঘ্রই তিনি তাঁর ঘনিষ্ঠ অনুগামী বিধায়কদের নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। কারণ, ২০১৯ সালে গোপনে বিজেপির হাত ধরেছিলেন অজিত। সেই জোট সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত উপ মুখ্যমন্ত্রীর পদ পান। যদিও, সেই সরকারের আয়ু ছিল মাত্র ৮০ ঘণ্টা।