Home District গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত পদযাত্রা শুরু করল প্রদেশ কংগ্রেস

গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত পদযাত্রা শুরু করল প্রদেশ কংগ্রেস

154
0

বজবজ: পদযাত্রা শুরু করল প্রদেশ কংগ্রেস। গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত। দলের অন্যতম শীর্ষনেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে এই কর্মসূচি। বুধবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পদযাত্রা শুরুর আগে কংগ্রেস কর্মীরা সাগর থেকে কলসি ভরে মাথায় জল নিয়ে আসেন। কপিলমুনির মন্দিরে পুজো দেন প্রদেশ সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাংসদ এ চেল্লাকুমার, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান-সহ জেলা ও প্রদেশের বহু নেতা। পদযাত্রা ঘিরে দলের ভিতর তৈরি হওয়া অসন্তোষ ফের প্রকাশ্যে আসে।  বর্ষীয়ান নেতা মান্নান বলেন, আমাকে এই পদযাত্রায় প্রদেশ নেতৃত্ব আমন্ত্রণ জানায়নি। কংগ্রেস কর্মীদের আহ্বানে তিনি সাগরে এসেছেন।  পদযাত্রায় অংশ নিতে বর্ধমান থেকে সাইকেল চালিয়ে এক প্রবীণ কংগ্রেস কর্মী এসেছেন। ‘সাগর থেকে পাহাড়’ এই কর্মসূচিতে তিনি সাইকেলেই পাহাড় পর্যন্ত যাবেন। বিজেপি ও তৃণমূল বিরোধী সবাইকে এই পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে প্রদেশ নেতৃত্ব। ইতিমধ্যে সাংসদ প্রদীপ ভট্টাচার্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ফোন করে পদযাত্রায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। এনিয়ে বাম শরিক দলগুলির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিমানবাবু। 

Previous articleকেন্দ্রীয় মন্ত্রিসভার ন’জন সদস্যকে নিয়ে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
Next articleজম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন অমিত শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here