কলকাতা, ২০ সেপ্টেম্বর: তিন রাজ্য জুড়ে রেল রোকোর ডাক দিল কুর্মি আদিবাসী সমাজ। এই রাজ্যের মধ্যে রয়েছে বাংলা, ঝাড়খন্ড ও ওড়িশা। মূলত খড়্গপুর শাখার খেমাশুলি ও আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে অবরোধ করে এই সম্প্রদায়। জানা গিয়েছে, কুর্মি সমাজকে উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে এই রেল অবরোধ করা হয়। এজন্য দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়। ঘুরপথে কয়েকটি ট্রেন চালানো হচ্ছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই মুহূর্তে বাতিল ট্রেনগুলি হল হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আসানসোল-টাটানগর এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, রাঁচি-আসানসোল স্পেশাল, ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস।