নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সোমবার খড়গপুরে তৃণমূল কর্মীকে শুটআউট। দুষ্কৃতিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। এদিন রাতে খড়গপুর পুরসভার ওল্ড সেটেলমেন্ট এলাকায় মাতা মন্দিরের কাছে ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে কেউ গ্রেফতার হয়নি। ফলে মৃতের ঘনিষ্ঠদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব হয়েছে। মৃতের নাম প্রসাদ রাও। তাঁর ডাক নাম ভেঙ্কট। বয়স ৪০ বছর। জানা গিয়েছে, এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ভেঙ্কট। খড়গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকার মাতা মন্দিরের বিপরীতে তাঁর বাড়ি।
স্থানীয় স্থানীয় সূত্রে খবর, এদিন রাত দশটা নাগাদ মাতা মন্দিরের পিছনের মাঠে ফোনে কথা বলছিলেন। সেখানেই স্কুটিতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসে।তারা প্রসাদের সঙ্গে প্রথমে কথা বলে। এরপর আচমকা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এরপরই ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় ।
খড়গপুরের রেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীদের মুখে মাস্ক ছিল। সেজন্য কাউকে চেনা যায়নি। তাঁর শরীরে ১০ টি বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে বলে চিকিৎসকরা জানান। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ফাঁকা ম্যাগাজিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর থানার পুলিশ। এখনও কেউ ধরাও পড়েনি।
শ্রীনু নাইডুর ঘনিষ্ঠ প্রসাদ আদতে জমির দালালি ও সুদের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে প্রসাদকে গুলি করে খুন করা হল, সেই কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।