মুম্বই: ‘মডেল চান নাকি অভিনেত্রী? দু’জনের জন্য ৬০ হাজার টাকা দিতে হবে! তবে মডেলরা জুহু কিংবা গোরেগাঁওয়ের হোটেল ছাড়া কোথাও যাবে না। রুম বুক আপনাকেই করতে হবে।’ ছদ্মবেশী পুলিস অফিসারকে ফোনে একথা জানিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী তথা কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তাল। ‘ডিল’ অনুযায়ী গোরেগাঁওয়ের হোটেলেও নিয়ে যান দুই মডেলকে। সোমবার সেখান থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ২৭ বছর বয়সি ওই অভিনেত্রীকে। পর্দাফাঁস হয় মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই রমরমিয়ে চলা মধুচক্রের। দুই মডেলকে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছে পুলিস।