দীননাথ চক্রবর্তী
কী খেলা হবি গো বাবু মশাই?
ভানুমতির খেলা ?
কবে যেনো হারিয়ে গেছে খেলাগুলো
উঠোন থিক্কে মাঠ থিক্কে
এমন কী সন্ধ্যে নামার সাথে সাথে
আন্ধারকে সঙ্গী করে
ঘরে দোরে লুকোচুরিও …
লুকোচুরি খেলাটা আছে বটে
তবে শুধু আন্ধরে নয়
দিনে রাতে আলোতেও …
বাচ্চারা এখুন আর খেলেনা
খেলে বুড়ো ধেড়ে রা
যত না মজা আছে
শুখা আছে দেদার …
ফুরফুরে দখিনা বাতাস আজ বলছে
খেলা হবে-খেলা হবে -খেলা হবে …
তাইনা দিখে পলাশ শিমুলের কী না খুশি… ফিসফিস করে কী বলে জানো ?
যে- টুকু অভাব আছে
এবার রক্তে রাঙিয়ে নেবো
সেটা কী খেলা- গো বাবু-মশাই?
সে খেলাতেও কী
উই পলাশ শিমুলের মতো
আমার বৌ ‘এর মুখে ফুটবে
একটু রাঙা হাসি
উনুনের পেটে
লাল গনগনে আগুন
ভাতের হাঁড়ি থিক্কে
উথলে পরবে ফ্যান
আর আমার ইচ্ছের আঁকসি দিয়ে
নামিয়ে আনব’ ঘরে
রাতের আকাশের তারা
জ্বেলে দেবো কুপি
ভালোবাসার ন্যাতা দিয়ে
মুছিয়ে দিবো
যত জ্বালা যন্ত্রণার ময়লা…
সেই খেলা হবিগো বাবু মশাই ?
সেই খেলা …