নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩ জুলাই: খুব শীঘ্রই বাংলা দখল করবে গেরুয়া শিবির। এমনই ভবিষ্যৎবানী করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে এমনই হুঙ্কার দিয়ে তিনি বলেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়; উড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরলও দখল করবে BJP। পাশাপাশি, তিনি পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা থেকে পরিবারতন্ত্র উচ্ছেদ করবেন বলে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। রাজনৈতিক মহল অমিত শাহের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য এই মন্তব্য নিয়ে BJP কে কটাক্ষ করতে ছাড়েননি।