খাড়গেই হচ্ছেন কংগ্রেসের নতুন সভাপতি

    218
    0

    নতুন দিল্লি, ১৯ অক্টোবর: অবশেষে গান্ধী পরিবারের পছন্দের ব্যক্তি মল্লিকার্জুন খাড়গেই হতে চলেছেন কংগ্রেসের নতুন সর্বভারতীয় সভাপতি। আজ দলীয় নির্বাচনের ফল ঘোষণার পর সেটি নিশ্চিত হয়ে গিয়েছে। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শশী থারুরকে ৬ হাজার ৮৯৭ ভোট হারিয়ে তাঁর জয় নিশ্চিত করেছেন। তাঁর মোট প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৯২টি। অন্যদিকে থারুর পেয়েছেন মাত্র ১ হাজার ভোট।

    Previous article“অভাবে গড়মিল”
    Next articleবুদ্ধিজীবী

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here