Home World খারসনকে স্বাধীন ঘোষণা করল ইউক্রেন

খারসনকে স্বাধীন ঘোষণা করল ইউক্রেন

173
0

কিয়েভ: রাশিয়া সেনা প্রত্যাহারের পর সোমবার এই ঘোষণা করেন তিনি। রুশ আগ্রাসনের ন’মাস কেটে যাওয়ার পর এনিয়ে আরও একটি বড়  সাফল্য পেল ইউক্রেন সেনা। সোমবারই খারসন শহরে যান জেলেনস্কি। বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘খারসন স্বাধীন। আমরা ধাপে ধাপে যুদ্ধ শেষের দিকে এগচ্ছি।’ এদিকে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের স্বাস্থ্য নিয়ে দিনভর জল্পনা চলল। জি-২০ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ায় আসা রুশ বিদেশমন্ত্রী একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া যায়। যদিও রাশিয়া পুরো বিষয়টিকে ভুয়ো বলে উল্লেখ করেছে।

Previous articleইস্তানবুল বিস্ফোরণে গ্রেপ্তার মহিলা জঙ্গি
Next articleপার্থর বুদ্ধিতে অযোগ্যদের চাকরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here