Home Editorial খাতড়ায় সরস্বতী পুজো না হওয়ায় স্কুলগেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ

খাতড়ায় সরস্বতী পুজো না হওয়ায় স্কুলগেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ

119
0

বাঁকুড়া: সরস্বতী পুজো না করার অভিযোগে দুই সহ-শিক্ষককে গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হল। শুক্রবার খাতড়ার দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিস ও শিক্ষাদপ্তরের আধিকারিকরা। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাতড়া পূর্ব চক্রের অধীন দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে মোট চারজন শিক্ষক রয়েছেন। তার মধ্যে প্রধান শিক্ষক কানাই মণ্ডলের মা গত ১৮ জানুয়ারি মারা যান। তিনি আর স্কুলে যাননি। স্কুলের এক শিক্ষিকাও বিয়ের জন্য ছুটিতে রয়েছেন। বর্তমানে দুই সহ শিক্ষকের দায়িত্বে স্কুল পরিচালনা হচ্ছিল। বিক্ষোভকারীদের মধ্যে শঙ্কর মণ্ডল, রঞ্জিত ডাঙর বলেন, গত ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী স্কুলে পালন করা হয়নি। এমনকী, সরস্বতী পুজোর আয়োজনও স্কুল কর্তৃপক্ষ করেনি। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেই তাঁরা চলে যান। তার প্রতিবাদেই এদিন স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়। 

Previous articleপঞ্চায়েতে দুর্নীতির তদন্ত দাবি তৃণমূল যুবনেতার
Next articleমেদিনীপুরে সরস্বতী পুজোর প্রধান আকর্ষণ রাজনৈতিক ব্যঙ্গচিত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here