নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: ইয়াসের দাপটে বিধ্বস্ত হয়েছে গোটা দক্ষিণবঙ্গ। গৃহহারা হয়েছেন হাজার হাজার দরিদ্র পরিবার। আর রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জেলাগুলি, তার অন্যতম পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলার বহু গ্রাম এখন জলমগ্ন। এখানেও ঘূর্ণিঝড় ও বন্যায় হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছেন। অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। অনেকে বাড়িতে থাকলেও লকডাউনের কারণে রুটি রুজির পথ প্রায় বন্ধ হয়ে গেছে। অনেকের বাড়ি আবার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে আছে। ঝড়ে অনেকের বাড়ি উড়ে গিয়েছে। অনেকের মাথার উপর ছাদ নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। নেই পানীয় জলের জোগান। এরকমই বিপদগ্রস্ত কিছু মানুষের পাশে দাঁড়ালেন বিজেপির শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। বেনাপুর, ডিমৌলি সহ খড়গপুর গ্রামীণ বিধানসভার বিপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করলেন তিনি। তিনি তাঁর সাধ্যমত কিছু শুকনো খাবার তুলে দিলেন এইসব বন্যা বিধ্বস্ত মানুষের হাতে। এই কাজে তাঁর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দলের যুব মোর্চার বেশ কয়েকজন যুবক। উল্লেখ্য, ইতিমধ্যে সম্রাট চক্রবর্তী রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছেন। এবার ঘূর্ণিঝড় ও বন্যায় বিধ্বস্ত মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।