রাঁচি, ৩ নভেম্বর: কয়লা খনি দুর্নীতির অভিযোগ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার তদন্তে তাঁকে তলব করেছে ইডি। কিন্তু, বৃহস্পতিবার তিনি ইডি দপ্তরে হাজিরা না দিয়ে পাল্টা হুমকি দিয়ে চলেছেন। তাঁর বাসভবনের বাইরে পার্টিকর্মীদের জমায়েতে একটি বক্তৃতা দেন। সেই সময় হেমন্ত সোরেন বিজেপির বিরুদ্ধে হুমকি দেন। তিনি বলেন, ‘আমি দোষী হলে জেরা করার কী দরকার? পারলে গ্রেপ্তার করুক।’ তাঁর দাবি, একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে হেনস্থা করতেই ইডির এই চক্রান্ত। এদিকে বিজেপি পাল্টা আক্রমণ করে বলে, হেমন্ত সোরেন এখন হতাশায় ভুগছেন। সেই হতাশা থেকে এসব প্রলাপ বকছেন। তাঁর সরকারের দুর্নীতি ফাঁস হয়ে গিয়েছে। এদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, হেমন্ত যদি নিজেকে নির্দোষ মনে করেন, তাহলে ইডি দপ্তরে যেতে তিনি ভয় পাচ্ছেন কেন? নাকি চোরের মায়ের বড় গলা!